টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান, নারীসহ ৬জনের কারাদণ্ড

অপরাধ আজমিরীগঞ্জ কমলগঞ্জ  কূলাউড়া  খেলা চাকরির খবর চুনারুঘাট ছাতক জগন্নাথপুর জামালগঞ্জ জুড়ি  তথ্য ও প্রযুক্তি তাহিরপুর দিবস দিরাই দুর্নীতি দোয়ারাবাজার ধর্মপাশা নবীগঞ্জ বড়লেখা  বানিয়াচং বাহুবল বিনোদন বিশ্বম্ভরপুর মধ্যনগর মাধবপুর মৌলভীবাজার রাজনগর  লাইফ স্টাইল লাখাই শান্তিগঞ্জ শায়েস্তাগঞ্জ শাল্লা শিক্ষা শিল্প-সাহিত্য শ্রীমঙ্গল  সিলেট হবিগঞ্জ সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান (৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া (৩৪), চরপাতুলী গ্রামের আবদুল হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া (৩৪), সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ (৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো. ইয়ামিন মিয়া (৩৬)।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫ দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদেরকে এ কারাদণ্ড দেয়া হয়।

6 Views