সখিপুরে বনের জমিতে অবৈধভাবে মাটি কাটায় ভেকু জব্দ

আইন আদালত আজমিরীগঞ্জ কমলগঞ্জ  কূলাউড়া  খেলা চাকরির খবর চুনারুঘাট ছাতক জগন্নাথপুর জামালগঞ্জ জুড়ি  তথ্য ও প্রযুক্তি তাহিরপুর দিবস দিরাই দুর্নীতি দোয়ারাবাজার ধর্মপাশা নবীগঞ্জ বড়লেখা  বানিয়াচং বাহুবল বিনোদন বিশ্বম্ভরপুর মধ্যনগর মাধবপুর মৌলভীবাজার রাজনগর  লাইফ স্টাইল লাখাই শান্তিগঞ্জ শায়েস্তাগঞ্জ শাল্লা শিক্ষা শিল্প-সাহিত্য শ্রীমঙ্গল  সখিপুর সিলেট হবিগঞ্জ সদর

সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলায় বনের জমিতে অবৈধভাবে মাটি কাটায় একটি ভেকু জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের খামার চালার পালের বাইদ থেকে ভেকু জব্দ করা হয়।

এসময় ভেকুর মালিক ও মাটি ব্যবসায়ী বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান, কচুয়া বিট কর্মকতা রতন চন্দ্র দাসসহ এমএম চালা ও কচুয়া বিটে কর্মরত বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান বলেন, বাংলাদেশ বন সম্পদ সংরক্ষণ আইনে ওই ভেকু জব্দ করা হয়েছে। এখন ওই ভেকু মালিক ও মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

6 Views