টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আজমিরীগঞ্জ কমলগঞ্জ  কূলাউড়া  খেলা চাকরির খবর চুনারুঘাট ছাতক জগন্নাথপুর জামালগঞ্জ জুড়ি  তথ্য ও প্রযুক্তি তাহিরপুর দিবস দিরাই দুর্নীতি দোয়ারাবাজার ধর্মপাশা নবীগঞ্জ বড়লেখা  বানিয়াচং বাহুবল বিনোদন বিশ্বম্ভরপুর মধ্যনগর মাধবপুর মৌলভীবাজার রাজনগর  রাজনীতি লাইফ স্টাইল লাখাই শান্তিগঞ্জ শায়েস্তাগঞ্জ শাল্লা শিক্ষা শিল্প-সাহিত্য শ্রীমঙ্গল  সিলেট হবিগঞ্জ সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার ২২ জানুয়ারী সকাল ৯.৩০ মিনিটে ভাসানী পরিষদ ও ন্যাপ ভাসানীর পক্ষ থেকে সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪-৬ এপ্রিল পাকিস্থানি হানাদার আর তাদের এ দেশীয় দোসররা মিলে টাঙ্গাইলের সন্তোষ এবং বিন্যাফৈরে মওলানা ভাসানীর বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয়। ১৫-১৬ এপ্রিল তিনি ধলেশ্বরী-যমুনা হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে বসেই তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৭২ সালের ২২ জানুয়ারী তিনি ভারত সরকারের একটি জিপে করে মেঘালয় হয়ে বাংলাদেশের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান।

8 Views